প্রশ্ন
আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি সেই প্রতিষ্ঠানে চাকরি থেকে অবসর গ্রহণের বয়স হল ৬০ বছর। আমার স্কুলের সার্টিফিকেট অনুসারে আমার চাকরির এখনো ৪ বছর বাকি আছে। কিন্তু আমার প্রকৃত বয়স অনুসারে আমার চাকরির বয়স শেষ হয়ে গিয়েছে। প্রশ্ন হল, আমি যদি এই ৪ বছর চাকরি করি তাহলে এই ৪ বছরের বেতন গ্রহণ করা আমার জন্য হালাল হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সার্টিফিকেটে বয়স কম করে লেখা ধোঁকার অন্তর্ভুক্ত। আর ধোঁকা শরিয়তের দৃষ্টিতে হারাম ও নাজায়েয। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا
‘যে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়।’ [সহিহ মুসলিম, হাদিস: ৪৫]
কাজেই কেউ যদি সার্টিফিকেটে মিথ্যা বয়স লিখে তাহলে পরবর্তীতে তা পরিবর্তন করে নেওয়া জরুরি।
আর বেতনের বিষয়টি হল, যদি সার্টিফিকেটের বয়স অনুযায়ী আপনি যদি সেই ৪ বছর আপনার উপর অর্পিত সকল দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, তাহলে সেই ৪ বছরের বেতন নেওয়া আপনার জন্য হালাল হবে। আর যদি অর্পিত দায়িত্ব পালনে আপনি অক্ষম হয়ে পড়েন, তাহলে বেতন নেওয়া বৈধ হবে না।
মাজমুআতুল ফাতাওয়াশ শারইয়্যাহ ৩/২১০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/7755/article-details.html