প্রশ্ন
টিভি-চ্যানেলের ইসলামিক অনুষ্ঠানগুলোতে সাহাবায়ে কেরামের স্মৃতি বিজড়িত স্থানসমূহ দেখিয়ে থাকে। একদিন আবু বকর (রা.) ও উমর (রা.)-এর কবর দেখানো হয়। তখন আমি তাদের প্রতি সালাম পেশ করি। আমার একজন বন্ধু বলল, এভাবে তাদের প্রতি সালাম পেশ করা ঠিক হয়নি। আমি জানতে চাচ্ছি, টিভিতে আবু বকর (রা.) ও উমর (রা.)-এর কবর দেখে সালাম দেওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামি শরিয়ত মোতাবেক সরাসরি কবর যিয়ারতের সময় কবরবাসীকে সালাম দেওয়ার বিধান রয়েছে। হাদিস শরিফে এসেছে,
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَتَى عَلَى الْمَقَابِرِ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ، وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ، أَنْتُمْ لَنَا فَرَطٌ وَنَحْنُ لَكُمْ تَبَعٌ، أَسْأَلُ اللَّهَ الْعَافِيَةَ لَنَا وَلَكُمْ
‘রাসূল (সা.) যখন কবরস্থানে আগমন করতেন তখন বলতেন: হে মুমিন ও মুসলিমদের বসতির অধিবাসী! তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ইনশাআল্লাহ আমরা তোমাদের সাথে যুক্ত হব। তোমরা আমাদের পূর্বসূরি আর আমরা তোমাদের উত্তরসূরি। আর আমরা আল্লাহর কাছে আফিয়াত চাই। আমাদেরও জন্য এবং তোমাদেরও জন্য।’ [সুনানে নাসাঈ, হাদিস: ২০৪০]
দূর থেকে কোনো কবরবাসীর উপর সালাম প্রেরণ করার কোনো প্রমাণ শরিয়তে বিদ্যমান নেই। কাজেই এ জাতীয় কাজ থেকে বিরত থাকা কর্তব্য।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/7733/article-details.html