প্রশ্ন
আমাদের এলাকায় প্রচলন আছে যে, কোনো সন্তান ভূমিষ্ঠ হলে তাকে রূপার চুড়ি দেওয়া হয়। সন্তান ছেলে হোক বা মেয়ে। বিভিন্ন অনুষ্ঠানে সেই চুড়ি ঐ সন্তানকে পরানো হয়ে থাকে। আমার জানার বিষয় হল, সন্তান যদি ছেলে হয় তাহলে তাকে ঐ চুড়ি পরানো যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ছেলেদের জন্য নির্দিষ্ট পরিমাণ রূপার আংটি ব্যতিত অন্য কোনো অলংকার ব্যবহার করা বৈধ নয়। এই বিধান প্রাপ্ত বয়স্ক ও নাবালেগ সকলের জন্য প্রযোজ্য। তাছাড়া অলংকার ব্যবহার করা নারীদের বৈশিষ্ট্য। আর হাদিসে পুরুষদেরকে নারীদের বেশ-ভূষা গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। হাদিস শরিফে এসেছে,
لَعَنَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ المُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ
‘রাসূল (সা.) ঐ সব পুরুষকে লানত করেছেন যারা নারীর বেশ ধরে এবং ঐসব নারীকে যারা পুরুষের বেশ ধরে।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৮৮৫]
কাজেই নাবালেগ ছেলে সন্তানের অভিভাবকের কর্তব্য হল, তার সন্তানকে ঐ সকল বেশ-ভূষা অবলম্বন করা থেকে বিরত রাখা যা পুরুষদের জন্য অবৈধ।
উমদাতুল কারী ২২/৪১; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/১০৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/7642/article-details.html