প্রশ্ন
আমার চাচা মারা গেছেন। আমার চাচাত ভাইয়ের বিয়ের তীব্র প্রয়োজন দেখা দিয়েছে। কিন্তু সে আর্থিকভাবে অসচ্ছল। আমার চাচি আর্থিকভাবে সচ্ছল। প্রশ্ন হল, এমতাবস্থায় আমার চাচাত ভাইকে বিয়ে করানো কি আমার চাচির উপর আবশ্যক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পিতা না থাকা অবস্থায় মা যদি সচ্ছল হয় তাহলে তার উপর অসচ্ছল সন্তানের ভরণ-পোষণ আবশ্যক। এমনকি সন্তানের যদি বিয়ে করার সামর্থ্য না থাকে তাহলে সেই সন্তানকে বিয়ে করানোও আবশ্যক। ইবনে কুদামা (রহ.) তার কিতাবে লিখেন,
وَيَجِبُ عَلَيْهَا أَنْ تُنْفِقَ عَلَى وَلَدِهَا إذَا لَمْ يَكُنْ لَهُ أَبٌ وَبِهَذَا قَالَ أَبُو حَنِيفَةَ وَالشَّافِعِيُّ
‘কোনো ছেলের যদি পিতা না থাকে তাহলে তাহলে তার খরচাদি বহন করা মায়ের উপর আবশ্যক। এমনটাই ইমাম আবু হানীফা (রহ.) ও শাফেয়ী (রহ.) বলেছেন।’ [আল মুগনী ৮/২১২]
শাইখ মুহাম্মাদ বিন সালেহ আল উছাইমীন (রহ.) বলেন,
حاجة الإنسان إلى الزواج ملحة قد تكون في بعض الأحيان كحاجته إلى الأكل والشرب، ولذلك قال أهل العلم إنه يجب على من تلزمه نفقة شخص أن يزوجه إن كان ماله يتسع لذلك
‘বিয়ের প্রতি মানুষের প্রয়োজন তীব্র। কখনো কখনো সে প্রয়োজন পানাহারের মত তীব্র হয়। একারণেই উলামায়ে কেরামগণ বলেছেন, কারো ভরণ-পোষণের দায়িত্ব যার উপর রয়েছে, তাকে বিয়ে করানোও তার উপর আবশ্যক যদি তার সম্পদ বিয়ে করানোর জন্য যথেষ্ট হয়।’ [ফাতওয়া আরকানুল ইসলাম পৃ. ৪৪১]
কাজেই আপনার চাচি যেহেতু সচ্ছল, তাই আপনার চাচাত ভাইকে বিয়ে করানো আপনার চাচির উপর আবশ্যক।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/7607/article-details.html