প্রশ্ন
কোনো নেক ও চরিত্রবান পুরুষের সংবাদ পাওয়া গেলে কোনো নারী বিয়ের জন্য সেই পুরুষের কাছে প্রস্তাব পেশ করতে পারবে কি? এ বিষয়টি কি লজ্জাশীলতার সাথে সাংঘর্ষিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নেক ও সৎ চরিত্রবান পুরুষের কাছে কোনো নারী বিয়ের জন্য প্রস্তাব পেশ করাতে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা নেই। হাদিস শরিফে এসেছে,
قَالَ أَنَسٌ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعْرِضُ عَلَيْهِ نَفْسَهَا، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، أَلَكَ بِي حَاجَةٌ؟ فَقَالَتْ بِنْتُ أَنَسٍ: مَا أَقَلَّ حَيَاءَهَا، وَا سَوْأَتَاهْ وَا سَوْأَتَاهْ، قَالَ: هِيَ خَيْرٌ مِنْكِ، رَغِبَتْ فِي النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَرَضَتْ عَلَيْهِ نَفْسَهَا
‘আনাস (রা.) বললেন, একজন মহিলা রাসূল (সা.)-এর কাছে নিজেকে সমর্পণ করতে এসে বলল, হে আল্লাহর রাসূল! আপনার কি আমার প্রয়োজন আছে? এ কথা শুনে আনাস (রা.)-এর কন্যা বললেন, সেই মহিলা কতই না নির্লজ্জ, ছিঃ লজ্জার কথা। আনাস (রা.) বললেন, সে মহিলা তোমার চেয়ে উত্তম, সে রাসূল (সা.)-এর সাহচর্য পেতে অনুরাগী হয়েছিল। এ কারণেই সে নিজেকে রাসূল (সা.)-এর কাছে পেশ করেছে।’ [সহিহ বুখারি, হাদিস: ৫১২০]
হাদিস থেকে বুঝা যাচ্ছে, এই বিষয়টি লজ্জাশীলতার সাথে সাংঘর্ষিক নয়। কাজেই নারী বিয়ের জন্য নিজেকে সৎ ও চরিত্রবান পুরুষের কাছে পেশ করতে পারবে।
আল মাউসুআতুল ফিকহিয়্যাহ ৩০/৫০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/7605/article-details.html