প্রশ্ন
আমি সীরাতের একটি বইয়ে পড়লাম যে, রুকাইয়া (রা.) এর কোন সন্তান ছিল না। তবে গত শুক্রবার আমাদের মসজিদের ইমাম সাহেব বললেন যে, তার একটি পুত্রসন্তান ছিল। কোন বক্তব্যটি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নির্ভরযোগ্য বর্ণনা অনুযায়ী উক্ত ইমাম সাহেবের বক্তব্যটি সঠিক। সীরাতের নির্ভরযোগ্য গ্রন্থে বর্ণিত রয়েছে যে, আবদুল্লাহ ইবনে উসমান (রা.) নামে রুকাইয়া (রা.) এর একজন পুত্র সন্তান ছিল।
তবে কোন কোন দুর্বল বর্ণনায় রয়েছে যে, তার কোন সন্তান ছিল না। তাই সম্ভবত উল্লিখিত বইতে এমনটি লেখা হয়েছে।
সাহাবায়ে কেরামের জীবনী গ্রন্থ আল ইসাবায় লেখা রয়েছে-
عبد الله بن عثمان بن عفان بن أبي العاص الاموي سبط رسول الله صلى الله عليه وسلم أمه رقية
আবদুল্লাহ ইবনে উসমান (রা.) রাসূল (সা.) এর নাতী। তার মা হলেন রুকাইয়া (রা.)। [আলইসাবা ৭/৬৪৯]
আলইসতিযকার ৪/১৮৪০; আলবিদায়া ওয়াননিহায়া ৮/২৪২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/7583/article-details.html