প্রশ্ন
আমার নানা তার একটি জমি মসজিদের জন্য ওয়াকফ করতে চাচ্ছেন। এই জমিটি এখন একটি ব্যাংকের কাছে মর্গেজ রয়েছে। এখন কি তার ওয়াকফ শুদ্ধ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কোন নেক কাজের উদ্দেশ্যে ওয়াকফ করে যাওয়া অনেক ফযিলতের কাজ। হাদিস শরিফে এসেছে-
عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه و سلم قال إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث صدقة جارية وعلم ينتفع به وولد صالح يدعو له قال أبو عيسى هذا حديث حسن صحيح
‘আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন: মানুষ মারা গেলে তার সকল আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি আমল বাকি থাকে। ক. সাদকায়ে জারিয়া। খ. উপকারী ইলম। গ. নেক সন্তান, যে তার জন্য দোয়া করবে।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১৩৭৬]
আর ওয়াকফ হল সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। তবে মর্গেজকৃত জমি বা বাড়ি ওয়াকফ করলে তা কার্যকর হয় না। এ ধরনের ওয়াকফ ঝুলন্ত থাকে।
তাই যদি বাস্তবিক অর্থে আপনার নানা জমিটি ওয়াকফ করতে চায় তাহলে মর্গেজ থেকে জমিটিকে ছাড়িয়ে এনে পরবর্তীতে ওয়াকফ করতে হবে।
তুহফাতুল আহওয়াযী ৮/১০৩; ফাতাওয়া হিন্দিয়া ২/৩৫৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/7581/article-details.html