প্রশ্ন
যদি পরীক্ষার সময় কোন মেয়ের মিনস চলতে থাকে এবং পরীক্ষায় কুরআনের অর্থ লিখতে বলে তাহলে কি সে তা লিখতে পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মিনস অবস্থায় কুরআন স্পর্শ করা বা পড়া বৈধ নয়। উমর (রা.) বলেন-
عَن عُمَرَ ، قَالَ : لاَ تَقْرَأُ الْحَائِضُ الْقُرْآنَ
‘যে নারীর মিনস চলে সে কুরআন পড়বে না।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১১০৪]
তবে যদি কুরআন তিলাওয়াত না করে কিংবা স্পর্শ না করে শুধু তার অর্থ লিখে তাহলে তাতে কোন সমস্যা হবে না।
আলমওসূআতুল ফিকহিয়্যাহ ১৮/৩২১; হেদায়া ১/১১৭; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/২৩৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/7579/article-details.html