প্রশ্ন
বিয়ের মধ্যে যে সাক্ষী রাখতে হয় তাদের মধ্যে কী কী গুণ ও বৈশিষ্ট্য থাকতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিবাহের মধ্যে সাক্ষী রাখা জরুরি। সাক্ষী ব্যতীত বিবাহ শুদ্ধ হয় না। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
لا نكاح إلا بولي وشاهدي عدل
‘ওলীর অনুমতি ও দুজন সাক্ষীর উপস্থিতি ব্যতীত বিবাহ শুদ্ধ হবে না।’ [সুনানে দারাকুতনী ৩/১৯০]
সাক্ষীদের মধ্যে নিম্নোক্ত গুণাবলি থাকতে হবে। ক. সুস্থমস্তিষ্কের হওয়া। খ. মুসলমান হওয়া। গ. শ্রবণশক্তি সম্পন্ন হওয়া। ঘ. বালেগ হওয়া। ঙ. দুইজন পুরুষ বা একজন পুরুষ ও দুইজন নারী হওয়া।
রদ্দুল মুহতার ৩/২১, মাবসূত সারাখসী ৫/৩১, ফাতাওয়া হিন্দিয়া ১/২৬৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/7577/article-details.html