প্রশ্ন
রাতে কি একাকি কোন ঘরে ঘুমানো যায় না? এতে কি কোন সমস্যা আছে? এ সম্পর্কে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলে। তাই আশা করি, আপনারা সঠিক সমাধান দিবেন।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাতে একাকি কোনো ঘরে ঘুমানো ঠিক নয়। কারণ এতে বিভিন্ন ধরনের বিপদ আপদ সংঘটিত হওয়ার সম্ভবনা থাকে। এ কারণেই রাসূল (সা.) একাকি ঘরে ঘুমাতে নিষেধ করেছেন। হাদিস শরিফে এসেছে, ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন,
‘রাসুল (সা.) কোনো ঘরে একাকি রাত যাপন ও একাকি সফর করতে নিষেধ করেছেন।’ [মুসনাদে আহমাদ, হাদিস: ৫৬৫০]
তবে কেউ যদি একাকি কোনো ঘরে ঘুমায় তাহলে শরিয়তের দৃষ্টিতে তা হারাম হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/7482/article-details.html