প্রশ্ন
আমি একটি হাদিসে পড়েছি, সেখানে সামর্থ্যবানদের বিয়ে করতে বলা হয়েছে। আমার প্রশ্ন হল, এই হাদিস দ্বারা কি সামর্থ্যহীনদের বিয়ে করতে নিরুৎসাহিত করা হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আপনি যে হাদিসটির কথা বলেছেন তা আমরা উল্লেখ করছি। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
يَا مَعْشَرَ الشَّبَابِ مَنِ اسْتَطَاعَ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ فَإِنَّه أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّه لَه وِجَاءٌ
‘হে যুব সম্প্রদায়! তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে, তারা যেন বিয়ে করে। কেননা, বিয়ে তার দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থান হিফাযত করে এবং যার বিয়ে করার সামর্থ্য নেই, সে যেন সওম পালন করে। কেননা, সওম তার যৌনতাকে দমন করবে।’ [সহিহ বুখারি, হাদিস: ৫০৬৬]
এই হাদিসে রাসূল (সা.) সামর্থ্যবানদের বিয়ে করতে উৎসাহিত করেছেন এ কথা বুঝানোর জন্য যে, বিয়ের জন্য সামর্থ্য থাকা উচিৎ। যাতে স্ত্রীর আবশ্যিক ভরণ-পোষণ স্বামী আদায় করতে পারে। তবে এই হাদিসে সামর্থ্যহীনদেরকে বিয়ে করতে নিরুৎসাহিত করা হয়নি। বরং তারা যদি বিয়ে করা কোনো উপায় খুঁজে পায় তাহলে শরিয়তের দৃষ্টিতে তাদের বিয়েতে কোনো সমস্যা নেই। একারণেই তাদের ব্যাপারে হাদিসে রাসূল (সা.) বলেছেন, ‘তারা যেন রোজা পালন করে’। ‘তাদের বিয়ে না করা উচিৎ’- একথা বলেননি। ইবনে মাসউদ (রা.) বলতেন,
التمسوا الغنى في النكاح
‘তোমরা বিয়ের মাধ্যমে স্বাবলম্বী হওয়াকে তালাশ কর।’ [তাফসীরে ইবনে কাসীর ৬/৫১]
কাজেই হাদিসে সামর্থ্যহীনদেরকে রাসূল (সা.) বিয়ে করতে নিরুৎসাহিত করেননি। বরং সামর্থ্যবানদেরকে উৎসাহিত করেছেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/7431/article-details.html