প্রশ্ন
একজন বক্তা তার বয়ানে বলেছেন, বিয়ের সময় আয়েশা (রা.)-এর বয়স ছিল সাড়ে পনের। আমার প্রশ্ন হল, উক্ত বক্তার বক্তব্য কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিয়ের সময় আয়েশা (রা.)-এর বয়স কত ছিল তা নিয়ে ইতিহাসবিদদের মাঝে মতভেদ রয়েছে। একটি বর্ণনায় সাড়ে পনেরর কথাও পাওয়া যায়। তবে বুখারি মুসলিমের মত প্রসিদ্ধ হাদিসের কিতাবে সহিহ সূত্রে বিয়ের সময় আয়েশা (রা.)-এর বয়স ছয় বলা হয়েছে। হাদিস শরিফে এসেছে, আয়েশা (রা.) নিজেই বলেন,
تَزَوَّجَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَنَا بِنْتُ سِتِّ سِنِيْنَ
‘রাসূল (সা.) যখন আমাকে বিবাহ করেন, তখন আমার বয়স ছিল ছয় বছর।’ [সহিহ বুখারি, হাদিস: ৩৮৯৪; সহিহ মুসলিম, হাদিস: ১৪২২]
প্রায় সকল ইতিহাসবিদই এই মতটিই গ্রহণ করেছেন। কাজেই বিয়ের সময় আয়েশা (রা.)-এর বয়স ছয় ছিল।
ফাতহুল বারী ৭/২৮১; সুবুলুল হুদা ওয়ার রাশাদ ১১/১৬৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/7420/article-details.html