প্রশ্ন
আমি শুনেছি, রাসূল (সা.) সুরমা লাগাতেন। আমি জানতে চাচ্ছি, হাদিসে কি সুরমা লাগানোর কোনো পদ্ধতি বর্ণিত আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, একটি হাদিসে রাসূল (সা.)-এর সুরমা লাগানোর পদ্ধতির বর্ণনা এসেছে। হাদিসটি হল,
عَنِ ابْنِ عَبَّاسٍ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : ” اكْتَحِلُوا بِالإِثْمِدِ , فَإِنَّهُ يَجْلُو الْبَصَرَ ، وَيُنْبِتُ الشَّعْرَ ” وَزَعَمَ ” أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , كَانَتْ لَهُ مُكْحُلَةٌ يَكْتَحِلُ مِنْهَا كُلَّ لَيْلَةٍ , ثَلاثَةً فِي هَذِهِ ، وَثَلاثَةً فِي هَذِهِ
‘ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, তোমরা ‘ইছমিদ’ সুরমা ব্যবহার করো। কারণ, তা চোখের জ্যোতি বৃদ্ধি করে ও পরিষ্কার রাখে এবং অধিক ভ্রু উৎপন্ন করে (ভ্রু উদগত হয়)। ইবনে আব্বাস (রা.) আরো বলেন, রাসূল (সা.)-এর একটি সুরমাদানী ছিল। প্রত্যেক রাত্রে (ঘুমানোর পূর্বে) ডান চোখে তিনবার এবং বাম চোখে তিনবার সুরমা লাগাতেন।’ [শামায়েলে তিরমিযী, হাদিস: ৪১; সুনানে কুবরা বায়হাকী, হাদিস: ৮৫১৬]
এছাড়া অন্যান্য হাদিসেও রাসূল (সা.)-এর রাতে শোয়ার সময় তিনবার চোখে সুরমা লাগানোর বিষয়টি বর্ণিত আছে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/7388/article-details.html