প্রশ্ন
কারও যদি কোন কারণে বিতির নামাজ ছুটে যায় তাহলে সে নামাজটি কখন কাযা করবে? এটি কি রাতের বেলাই কাযা করতে হবে নাকি দিনের বেলায়ও করতে পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মাকরুহ তিন ওয়াক্ত ছাড়া দিনে-রাতে যে কোন সময় যে কোন কাযা নামাজ আদায় করা যাবে। শুধু মাকরুহ তিন ওয়াক্তে আদায় করা যাবে না। হাদিস শরিফে এসেছে,
عن عقبة بن عامر الجهني قال ثلاث ساعات كان رسول الله صلى الله عليه و سلم ينهانا أن نصلي فيهن أو نقبر فيهن موتانا حين تطلع الشمس بازغة حتى ترتفع وحين يقوم قائم الظهيرة حتى تميل وحين تضيف الشمس للغروب حتى تغرب
‘উকবা ইবনে আমের (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: তিন সময়ে রাসূল (সা.) আমাদেরকে নামাজ পড়তে কিংবা কাউকে দাফন করতে নিষেধ করেছেন। সূর্য উদিত হওয়ার পর থেকে উপরে উঠা পর্যন্ত, ঠিক দুপুরে সূর্য হেলে যাওয়া পর্যন্ত, সূর্য হলদে বর্ণ ধারণ করার সময় থেকে অস্ত যাওয়া পর্যন্ত।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১০৩০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/7351/article-details.html