প্রশ্ন
কুরআন হাদিসে তো প্রতিবেশীর হক আদায়ের প্রতি অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আমি জানতে চাচ্ছি, এই প্রতিবেশীর মধ্যে অমুসলিমরা অন্তর্ভুক্ত হবে কি না?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মুসলিমদের মত অমুসলিমরাও প্রতিবেশীর অন্তর্ভুক্ত। তাদের সাথেও সদাচার করতে হবে। হাদিস শরিফে এসেছে-
عن مجاهد أن عبد الله بن عمرو ذبحت له شاة في أهله فلما جاء قال أهديتم لجارنا اليهودي أهديتم لجارنا اليهودي ؟ سمعت رسول الله صلى الله عليه و سلم يقول ما زال جبريل يوصيني بالجار حتى ظننت أنه سيورثه
‘আবদুল্লাহ ইবনে আমর (রা.) এর পরিবারে একদা একটি ছাগল জবাই করা হল। তিনি ঘরে এসে বললেন: আমাদের ইহুদি প্রতিবেশীকে কি গোশত হাদিয়া দিয়েছ? আমাদের ইহুদি প্রতিবেশীকে কি গোশত হাদিয়া দিয়েছ? আমি রাসূল (সা.)-কে বলতে শুনেছি, জিবরাঈল (আ.) আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি উপদেশ দিচ্ছিলেন যে, আমার মনে হচ্ছিল যে, তিনি প্রতিবেশীকে আমার ওয়ারিশ বানিয়ে দিবেন।’ [সুনানে তিরমিযি, হাদিস: ২০০৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/7349/article-details.html