প্রশ্ন
অনেক ভাইকে দেখা যায়, তার কাছ থেকে বিদায় নেওয়ার সময় মুসাফাহা করেন। আমি তো জানি, দেখা হলে মুসাফাহা করার নিয়ম। প্রশ্ন হল, বিদায়ের সময় মুসাফাহা করার বিধান কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিদায়ের সময়ও মুসাফাহা করার বিধান রয়েছে। রাসূল সা. থেকে বিষয়টি প্রমাণিত রয়েছে। হাদিস শরিফে এসেছে, ইবনে উমর (রা.) বলেন-
كان النبي صلى الله عليه وسلم إذا ودع رجلا أخذ بيده فلا يدعها حتى يكون الرجل هو يدع يد النبي صلى الله عليه وسلم
‘নাবি কারিম (সা.) যখন কাউকে বিদায় দিতেন তখন তার হাত ধরতেন। ঐ ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার হাত টেনে না নিত ততক্ষণ পর্যন্ত তিনি তার হাত ছাড়তেন না।’ [সুনানে তিরমিযি, হাদিস: ৩৫০৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/7347/article-details.html