প্রশ্ন
অনেক সময় দ্রুততার কারণে রুকু-সেজদায় তিন বারের কম তাসবিহ পড়ি। এতে কি নামাজের কোন ক্ষতি হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাজের মধ্যে রুকু-সেজদায় তিন বার তাসবিহ পড়া সুন্নত। এর কম পড়া সুন্নত পরিপন্থী। আর তাড়াহুড়া করে নামাজ পড়লে নামাজের খুশু-খুযু ও হক আদায় করা সম্ভব হয় না। এ ধরনের নামাজীকে হাদিস শরিফে নামাজ চোর হিসেবে অভিহিত করা হয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
‘সবচেয়ে নিকৃষ্ট চোর ঐ ব্যক্তি, যে নামাযে চুরি করে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, নামাজে কীভাবে চুরি করে? রাসূল (সা.) বললেন, নামাজের রুকু, সিজদা ঠিকভাবে আদায় না করা (ই হচ্ছে নামায চুরি করা)। [মুসনাদে আহমদ ৩/৫৬]
তাই যত তাড়াই থাকুক ধীরস্থিরভাবে নামাজের হক আদায় করে নামাজ পড়তে হবে।
ফাতাওয়া খানিয়া ১/৯৭; আলমুহীতুল বুরহানী ২/১১৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/7278/article-details.html