প্রশ্ন
আমি একটি বইয়ে পড়েছি, রমজান মাসে একটি ফরজ ইবাদত আদায় করলে অন্য মাসের সত্তরটি ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব লাভ হয়। আমি জানতে চাচ্ছি, এ সম্পর্কে ইসলাম কী বলে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
একটি যয়ীফ হাদিসে এসেছে যে, রমজান মাসের একটি ফরজ আমলের সওয়াব অন্য মাসের সত্তরটি ফরজ আমলের সওয়াবের সমপরিমাণ হয়ে থাকে। হাদিসটি হল,
وَمَنْ أَدَّى فِيهِ فَرِيضَةً كَانَ كَمَنْ أَدَّى سَبْعِينَ فَرِيضَةً فِيمَا سِوَاهُ
‘যে ব্যক্তি রমজান মাসে একটি ফরজ আদায় করল, সে যেন অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করল।’ [সহিহ ইবনে খুজাইমা, হাদিস: ১৮৮৭]
এই হাদিসের একজন রাবী হলেন আলী ইবনে যায়েদ ইবনে জুদআন। মুহাদ্দিসগণ তাকে যয়ীফ বলেছেন। [সিয়ারু আলামীন নুবালা ২/২৯৫]
ফজিলতের ক্ষেত্রে যয়ীফ হাদিস আমলযোগ্য। ইমাম নববি (রহ.) বলেন,
মুহাদ্দিসীন ও ফুকাহায়ে কেরাম এবং অন্যান্য ওলামায়ে কেরাম বলেন, ফাজায়েল, উৎসাহ প্রদান ও ভীতি প্রদর্শন এর ক্ষেত্রে দুর্বল হাদীসের উপর আমল করা জায়েয ও মুস্তাহাব। তবে শর্ত হল হাদিসটি বানোয়াট না হতে হবে।’ [আল আজকার ৭-৮]
তবে একথা মনে রাখতে হবে, রমজান মাসের একটি ফরজের সওয়াব শুধু সত্তরটি ফরজের সমপরিমাণই হবে- বিষয়টি এমন নয়। বরং আল্লাহ তাআলা চাইলে আরো অনেক গুণ বৃদ্ধি করে দিবেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/7242/article-details.html