প্রশ্ন
আমি একটি বইয়ে পড়েছি, রাসূল (সা.) বলেছেন, তোমরা বিয়ের প্রস্তাব গোপন রাখ। আমার প্রশ্ন হল, এই হাদিসটি কি সহিহ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিয়ের প্রস্তাব সম্পর্কিত হাদিসটি দাইলামী তার মুসনাদ গ্রন্থে উল্লেখ করেছেন। আলবানী (রহ.) হাদিসটিকে যয়ীফ বলেছেন। হাদিসটি হল,
أظهروا النكاح وأخفوا الخِطبة
‘তোমরা বিয়ের সংবাদ প্রচার কর, আর বিয়ের প্রস্তাব গোপন রাখ।’ [যয়ীফুল জামিউস সগীর, হাদিস: ৯২২]
হাদিসটি যয়ীফ হলেও কতক আলেম বলেছেন, হিংসুকদের কুৎসা রটনা থেকে নিরাপদ থাকার জন্য বিয়ের প্রস্তাব গোপন রাখা মুস্তাহাব।
হাশিয়াতুল আদাওয়ি আলা শারহি মুখতাসারি খালিল ৩/১৬৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/7238/article-details.html