প্রশ্ন
আল্লাহ তাআলা কয়টি জিনিস নিজ হাতে সৃষ্টি করেছেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিসে চারটি জিনিসের কথা রয়েছে যে, আল্লাহ তাআলা সেগুলো নিজ হাতে সৃষ্টি করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, হাদিস শরিফে এসেছে,
خَلَقَ اللَّهُ أَرْبَعَةَ أَشْيَاءٍ بِيَدِهِ: الْعَرْشَ، وَجَنَّاتِ عَدْنٍ، وَآدَمَ، وَالْقَلَمَ
‘আল্লাহ তাআলা নিজ হাতে চারটি জিনিস সৃষ্টি করেছেন: ১. আরশ, ২. আদন জান্নাত, ৩. আদম ও ৪. কলম।’ [মুসতাদরাকে হাকেম, হাদিস: ৩২৪৪]
আর অন্যান্য সৃষ্টির প্রতি লক্ষ্য করে শুধু বলেছেন, ‘কুন’। সেগুলো আপনা আপনিই অস্তিত্বে এসে গিয়েছে।
নাকযুদ দারেমী পৃ. ৬৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/7218/article-details.html