প্রশ্ন
আমি একটি হিন্দু রাষ্ট্রে বসবাসরত। এখানের স্কুলগুলো হিন্দুদের দ্বারা পরিচালিত। মুসলমানদের স্কুলগুলো আমার এলাকা থেকে অনেক দূরে অবস্থিত। এখন আমি চাচ্ছি, আমার সন্তানকে হিন্দুদের স্কুলে ভর্তি করাতে। আমার প্রশ্ন হল, হিন্দুদের স্কুলে সন্তানকে ভর্তি করানো আমার জন্য বৈধ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিধর্মীদের স্কুলে সন্তান ভর্তি করানো কিছুতেই উচিৎ নয়। বিশেষত যে সকল স্কুলে ইসলাম বিরোধী চিন্তা-চেতনা শেখানো হয় সে সকল স্কুলে ভর্তি করানো বৈধও নয়। তাছাড়া এর মাধ্যমে বিধর্মীদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আল্লাহ তাআলা কুরআন মাজিদে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا بِطَانَةً مِّن دُونِكُمْ لَا يَأْلُونَكُمْ خَبَالًا وَدُّوا مَا عَنِتُّمْ قَدْ بَدَتِ الْبَغْضَاءُ مِنْ أَفْوَاهِهِمْ وَمَا تُخْفِي صُدُورُهُمْ أَكْبَرُ ۚ قَدْ بَيَّنَّا لَكُمُ الْآيَاتِ ۖ إِن كُنتُمْ تَعْقِلُونَ
‘হে মুমিনগণ, তোমরা তোমাদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। তারা তোমাদের সর্বনাশ করতে ত্রুটি করবে না। তারা তোমাদের মারাত্মক ক্ষতি কামনা করে। তাদের মুখ থেকে তো শত্রুতা প্রকাশ পেয়ে গিয়েছে। আর তাদের অন্তরসমূহ যা গোপন করে তা অধিক ভয়াবহ। অবশ্যই আমি তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্ট বর্ণনা করেছি। যদি তোমরা উপলব্ধি করতে।’ [সূরা আলে ইমরান, আয়াত: ১১৮]
আয়াতে বলে দেওয়া হয়েছে যে, বিধর্মীরা মুসলমানদের ক্ষতি করার চেষ্ট করবেই। সুতরাং তাদের স্কুলে যদি সন্তান ভর্তি করা হয়, তাহলে তারা সন্তানদেরকে ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে গড়ে তোলার চেষ্টা করবে।
কাজেই আপনার করণীয় হল, কষ্ট হলেও মুসলিমদের স্কুলে সন্তানকে ভর্তি করানো।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/7210/article-details.html