প্রশ্ন
রাসূল (সা.) এর যামানায় হাজরে আসওয়াদ স্বস্থানে রাখা নিয়ে যে বিতর্ক হয়েছিল তার সমাধান কীভাবে হয়েছিল?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.) এর নবুওয়াতের পূর্বে একবার কাবা ঘর সংস্কারের সময় হাজরে আসওয়াদ যথাস্থানে রাখা নিয়ে মতানৈক্য দেখা দেয়। তখন সকলে মিলে এই সিদ্ধান্ত নিয়েছে যে, পরদিন যিনি সর্বপ্রথম কাবা ঘরের দরজা দিয়ে আগমন করবে তিনিই এই ব্যাপারে ফায়সালা করবেন।
ঘটনাক্রমে পরদিন মুহাম্মাদ (সা.) সর্বপ্রথম আগমন করেন। তিনি একটি চাদর বিছিয়ে প্রত্যেক গোত্র থেকে একজনকে ডেকে চাদরের চার কোণ ধরতে বলেন। অতঃপর তারা নির্ধারিত স্থানে নিয়ে গেলে তিনি নিজ হাতে তা যথাস্থানে রেখে দেন। এভাবে বিবাদ নিরসন হয়।
আলবিদায়া ওয়ান নিহায়া ২/২৬৩; আলকামিল ফিততারীখ ২/৪২, ৪৫; তারীখুল ইসলাম যাহাবী ১/৫৩-৫৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/7148/article-details.html