প্রশ্ন
একটি বইতে পড়েছি, দায়্যুসের উপর আল্লাহ লানত দেন। আমার প্রশ্ন হল, দায়্যুস কে? দায়্যুস কাকে বলে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দায়্যুসের পরিচয় হাদিস শরিফেই সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
ثَلَاثَةٌ قَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِمْ الْجَنَّةَ مُدْمِنُ الْخَمْرِ وَالْعَاقُّ وَالدَّيُّوثُ الَّذِي يُقِرُّ فِي أَهْلِهِ الْخَبَثَ
‘তিন ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন : ১। মদে অভ্যস্ত ব্যক্তি ২। পিতা-মাতার অবাধ্য সন্তান এবং ৩। দাইয়ূছ- যে তার পরিবার বা স্ত্রীর পাপাচারকে সমর্থন করে।’ [মুসনাদে আহমদ হাদিস: ৫৩৭২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/7136/article-details.html