প্রশ্ন
এক বক্তাকে বলতে শুনেছি, সুলায়মান (আ.) এর আংটির মধ্যে কালেমা অর্থাৎ লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। এটি কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সুলায়মান (আ.) এর আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখিত থাকার ব্যাপারে হাদিস বর্ণিত হলেও মুহাদ্দিসদের দৃষ্টিতে হাদিসটি বিশুদ্ধ নয়। বরং তা জাল ও বানোয়াট।
এ ছাড়া এ ব্যাপারে অন্য কোন প্রমাণও নেই। সুতরাং বিষয়টি সঠিক নয়।
আলকামিল ৪/৪৭; আললাআলিল মাসনূআ ১/১৭১; কিতাবুল মাজরূহীন ১/৩৬৪; আল মাওযূআত ইবনুল জাওযী ১/১৪৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/7105/article-details.html