প্রশ্ন
আমাদের গ্রামের অনেকেই কুরবানির সময় কসাইকে কিছু গোশত দিয়ে থাকে। শরিয়তের দৃষ্টিতে এতে কোন সমস্যা আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরবানির গোশত থেকে যে কাউকে দেওয়া যাবে। সে হিসেবে কসাইকেও কুরবানির গোশত দেওয়া যাবে। তবে কসাইয়ের পারিশ্রমিক হিসেবে কুরবানির গোশত দেওয়া যাবে না। হাদিস শরিফে এসেছে, আলী (রা.) বলেন:
‘নবি (সা.) আমাকে তাঁর (কুরবারির উটের) আনুষঙ্গিক কাজ সম্পন্ন করতে বলেছিলেন। তিনি কুরবারির পশুর গোশত, চামড়া ও আচ্ছাদনের কাপড় ছদকা করতে আদেশ করেন এবং এর কোনো অংশ কসাইকে দিতে নিষেধ করেন। তিনি বলেছেন, আমরা তাকে (তার পারিশ্রমিক) নিজের পক্ষ থেকে দিব।’ [সহিহ বুখারি ১/২৩২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/7025/article-details.html