প্রশ্ন
আমার এক কাজিন আমাকে প্রশ্ন করেছে যে, ‘আল্লাহকে কে সৃষ্টি করেছে’? আমি এর উত্তর কিভাবে দিতে পারি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মূলত এ প্রশ্নটি স্ববিরোধী একটি প্রশ্ন। কারণ, যিনি সব কিছুর স্রষ্টা, তাঁর কোনো সৃষ্টিকর্তা থাকবে না- এটিই যুক্তির দাবী। তর্কের খাতিরে যদি ধরেও নেই তাঁর সৃষ্টিকর্তা রয়েছে, তাহলে তখন প্রশ্ন করা হবে, সেই সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তা কে? এভাবে অনন্তকালব্যাপী প্রশ্ন চলতেই থাকবে। কাজেই এই প্রশ্নটি অবান্তর একটি প্রশ্ন।
তারপরও এ জাতীয় প্রশ্ন যদি কেউ করেই ফেলে, তাহলে তখন করণীয় সম্পর্কে রাসূল (সা.) হাদিস শরিফে বলে দিয়েছেন। হাদিস শরিফে এসেছে,
لاَ يَزَالُ النَّاسُ يَتَسَاءَلُونَ حَتَّى يُقَالَ هَذَا خَلَقَ اللَّهُ الْخَلْقَ فَمَنْ خَلَقَ اللَّهَ فَمَنْ وَجَدَ مِنْ ذَلِكَ شَيْئًا فَلْيَقُلْ آمَنْتُ بِاللَّهِ
‘রাসূল (সা.) বলেন, মানুষের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়। এক পর্যায়ে এমন প্রশ্নেরও সৃষ্টি হয় যে, এ সৃষ্টিজগত তো আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে সৃষ্টি করল কে? রাসূল (সা.) বলেন, যার অন্তরে এমন প্রশ্নের উদয় হয় সে যেন বলে, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি।’ [সহিহ মুসলিম, হাদিস: ২৪১]
মূলত এই জাতীয় প্রশ্ন শয়তানের প্ররোচনায় করা হয়ে থাকে। একারণেই যখন কোনো ব্যক্তি এই জাতীয় প্রশ্নের সম্মুখীন হয়ে বলবে, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, তখন শয়তান নিরাশ হয়ে চলে যাবে। আরেকটি হাদিসে এমনই বলা হয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
يَأْتِي الشَّيْطَانُ أَحَدَكُمْ فَيَقُولُ مَنْ خَلَقَ كَذَا وَكَذَا حَتَّى يَقُولَ لَهُ مَنْ خَلَقَ رَبَّكَ فَإِذَا بَلَغَ ذَلِكَ فَلْيَسْتَعِذْ بِاللَّهِ وَلْيَنْتَهِ
‘শয়তান তোমাদের কারো কাছে আসে এবং বলে, এটা কে সৃষ্টি করেছে, ওটা কে সৃষ্টি করেছে? পরিশেষে এ প্রশ্নও করে, কে তোমার রবকে সৃষ্টি করেছে? এই পর্যায়ে পৌঁছলে, আল্লাহর আশ্রয় প্রার্থনা করো এবং এ ধরনের ভাবনা থেকে বিরত হও।’ [সহিহ মুসলিম, হাদিস: ২৪৫]
কাজেই এ জাতীয় অবান্তর প্রশ্ন করা থেকে বেঁচে থাকা প্রত্যেক মুমিনের কর্তব্য।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/7007/article-details.html