প্রশ্ন
স্বামী এবং স্ত্রীর মাঝে কে কোন পাশে ঘুমাবে? ইসলামে এ ব্যাপারে কী নির্দেশনা রয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বামী এবং স্ত্রীর মধ্যে যে কেউ যে পাশে ইচ্ছা সে পাশে ঘুমাতে পারে। তবে যে যে-পাশেই ঘুমাক না কেন সুন্নত হল, প্রত্যেকে তার ডান কাত হয়ে ঘুমাবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ ، ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الْأَيْمَنِ
‘যখন তুমি বিছানায় যাবে তখন নামাযের ওযুর মত ওযু করবে। অতঃপর ডান কাত হয়ে ঘুমাও।’ [সহিহ মুসলিম, হাদিস: ২৭১০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6975/article-details.html