প্রশ্ন
মাদী ছাগলের গর্ভসঞ্চারের জন্য পাঠা ছাগল দিয়ে মিলন করিয়ে পারিশ্রমকি নেওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, এভাবে প্রাণীর মধ্যে মিলন ঘটিয়ে পারিশ্রমিক নেওয়া যাবে না। হাদিস শরিফে এ ব্যাপারে নিষেধ করা হয়েছে। হাদিস শরিফে এসেছে-
عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَسْبِ الْفَحْلِ
‘ইবনে উমর (রা.) বলেন: রাসূল (সা.) পাঠা ও মাদীর মিলন ঘটিয়ে পারিশ্রমিক নিতে নিষেধ করেছেন।’ সহিহ বুখারি, হাদিস: ২২৮৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6947/article-details.html