প্রশ্ন
কেউ বলেন, শয়তান এক সময় ফেরেশতা ছিল। পরে তাকে ফেরেশতাদের থেকে বের করে দেওয়া হয়েছে। এমন কথা কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, এমন কথা সঠিক নয়। কারণ শয়তান পূর্বে ফেরেশতা ছিল এমন কোন প্রমাণ পাওয়া যায় না। কুরআন মাজিদে স্পষ্টভাবে রয়েছে যে, শয়তান জ্বিনদের অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ তাআলা বলেন-
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ
‘স্মরণ কর, ঐ সময়ের কথা, যখন আমি ফেরেশতাদেরকে বললাম: তোমরা আদমকে সেজদা কর। তখন সকলেই সেজদা করল, ইবলীস ছাড়া। সে ছিল জ্বিনদের অন্তর্ভুক্ত।’ [সূরা কাহফ, আয়াত: ৫০]
সুতরাং শয়তান ফেরেশতা ছিল, এমন কথা কিছুতেই বলা যাবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6941/article-details.html