প্রশ্ন
কেউ কেউ বলে যে, কুরবানি শুধু হাজীদেরকে দিতে হয়। যারা হাজ্বী নয়, তাদের কুরবানি দিতে হয় না। তাদের এ কথাটি কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
এটি সুস্পষ্ট ভ্রান্ত কথা। কুরআন-সুন্নাহ ও ইজমার বিপরীত কথা। আমরা এখানে শুধু একটি হাদিস উল্লেখ করছি। তা থেকেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।
হাদিস শরিফে এসেছে-
আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন-
أَقَامَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ بِالمَدِينَةِ عَشْرَ سِنِينَ يُضَحِّي كُلّ سَنَةٍ
‘রাসূলুল্লাহ (সা.) মদীনায় দশ বছর ছিলেন। প্রতি বছরই কুরবানী করেছেন।’ [জামে তিরমিযি, হাদিস: ১৫০৭; মুসনাদে আহমাদ, হাদিস: ৪৯৫৫]
কুরবানি যদি শুধু হাজ্বীদের উপর জরুরি হত তাহলে রাসূল (সা.) প্রতি বছর কেন কুরবানি করলেন? সুতরাং এখান থেকেই প্রশ্নোক্ত কথা ভ্রান্তি প্রমাণিত হয়ে যায়।
আলমুহীতুল বুরহানী ৮/৪৫৫; ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৪০৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6933/article-details.html