প্রশ্ন
আল্লাহর নিকট কি এক মাসের চেয়ে আরেক মাসের বেশি গুরুত্ব রয়েছে? আল্লাহর নিকট কোন মাস সবচেয়ে বেশি সম্মানিত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিভিন্ন মাস ও দিবসের গুরুত্ব কুরআন-হাদিস দ্বারা প্রমাণিত। যেমন রমাজান মাস। আশুরার দিন ইত্যাদি। হদিসের ভাষ্য অনুযায়ী মাস সমূহের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত মাস হল যিলহজ্ব মাস। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
ألا وأن أحرم الشهور شهركم هذا
‘জেনে রাখো! সবচেয়ে সম্মানিত মাস হল, তোমাদের এ মাস (যিলহজ্ব)।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৯৩১; মুসনাদে আহমাদ, হাদিস: ১১৭৬২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6883/article-details.html