প্রশ্ন
আমার একটি দাঁত ভেঙ্গে গেছে। এখন আমি চাচ্ছি ভাঙ্গা দাঁতটি স্বর্ণ দিয়ে বাঁধাই করে নিব। জানতে চাই, আমার জন্য কি তা বৈধ হবে এবং আমার অজু এবং গোসল কি সহিহ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, আপনি যদি আপনার ভাঙ্গা দাত স্বর্ণ দিয়ে বাঁধাই করেন তাহলে কোন সমস্যা নেই।
عن إبراهيم بن يزيد أنه قال لا بأس أن يجعل الرجل سناً من ذهب إذا وقعت سنه
‘ইবরাহীম ইবনে ইয়াজীদ বলেন: কারও দাত পড়ে গেলে স্বর্ণ দিয়ে বাধাই করে নিতে কোন সমস্যা নেই।’ [আল জামি ফিলহাদীস: ৬০৪]
এতে অজু-গোসলেও কোন সমস্যা হবে না।
শরহু মাআনিল আসার, তহাবী ২/৩২৪, বাদায়েউস সানায়ে ৪/৩১৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6872/article-details.html