প্রশ্ন
আমি নামাজের মধ্যে সেজদার আয়াত পড়ে সেজদা দিয়েছি এবং পুনরায় ঐ রাকাতের মধ্যে সেজদার আয়াত পড়েছি। জানতে চাই, আমার কি পুনরায় সেজদা দিতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সেজদার আয়াত তেলাওয়াত করলে সেজদা দেওয়া ওয়াজিব। এমনকি নামাজের মধ্যে সেজদার আয়াত তেলাওয়াত করলেও সেজদা দেওয়া ওয়াজিব।
عَنْ مَسْرُوقِ بْنِ الأَجْدَعِ ، قَالَ : صَلَّيْتُ مَعَ عُثْمَانَ الْعِشَاءَ الآخِرَةَ ، فَقَرَأَ بِالنَّجْمِ فَسَجَدَ فِيهَا ، ثُمَّ قَامَ فَقَرَأَ : وَالتِّينِ وَالزَّيْتُونِ
‘মাসরুক ইবনে আযদা (রহ.) বলেন: একবার আমি উসমান (রা.) এর সাথে এশার নামাজ পড়েছিলাম। তিনি সূরা নাজম পড়ে সেজদা দিয়েছেন। অতঃপর দাঁড়িয়ে সূরা তীন পড়েছে।’ [মুসাফান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৪৪২৬]
তবে যদি সেজদার আয়াত একই রাকাতে পুনরায় পড়া হয় তাহলে দ্বিতীয়বার সেজদা দেওয়া আবশ্যক নয়।
শরহে বেকায়া ১/১৯২, আলজাওহারাতুন নায়্যিরা ২/১০৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6852/article-details.html