প্রশ্ন
আমি আমাদের বাড়ির এক লোককে দেখেছি, নামাজের নিয়ত বাঁধার সময় আল্লাহু আকবারের ‘বা’ কে টেনে পড়েছে। জানতে চাই, তার নামাজ কি সহিহ হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত বর্ণনা অনুযায়ী তারা নামায সহিহ হয়নি। কারণ, আল্লাহু আকবারের ‘বা’ কে টেনে পড়ার কারণে তার নামাজ তো সহিহভাবে শুরুই হয়নি। কারণ আল্লাহু আকবারের বা-কে টেনে পড়লে তার অর্থ হয় ঢোল। এ ছাড়া এ নামে শয়তানের একটি নামও রয়েছে।
সুতরাং তার জন্য তাকবিরে তাহরিমার আল্লাহু আকবারের শুদ্ধ উচ্চারণ শিখে নেওয়া আবশ্যক।
হেদায়া ১/১০৬, ফাতাওয়া হিন্দয়া ১/৭৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6840/article-details.html