প্রশ্ন
আমরা নাবালেগ বাচ্চাদের হাতে মেহেদি লাগাই। জানতে চাই, বাচ্চাদের হাতে মেহেদি লাগানো কি জায়েয?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বালেগা মেয়েদের মত নাবালেগ মেয়েদের হাতে মেহেদি লাগানো জায়েয। কিন্তু বালেগ ছেলেদের হাতে মেহেদি লাগানো নিষেধ। সে হিসেবে নাবালেগ ছেলেদের হাতেও মেহেদি লাগানো যাবে না।
হাদিস শরিফে এসেছে-
عَنْ أَنَسٍ قَالَ نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَتَزَعْفَرَ الرَّجُلُ
‘নাবি কারিম (সা.) পুরুষদেরকে যাফরান ব্যবহার করতে নিষেধ করেছেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৮৪৬]
ইমাম নববি (রহ.) বলেন: এখানে পুরুষদেরকে যাফরানের রংয়ের কারণেই তা ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। আর এ ক্ষেত্রে যাফরানের মতই হল মেহেদি। সুতরাং যাফরানের মত পুরুষরা মেহেদিও ব্যবহার করতে পারবে না।
জামেউ আহকামিস সিগার ১/২১৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6826/article-details.html