প্রশ্ন
আমাদের গ্রামের মানুষকে দেখা যায় কেউ মারা গেলে তাকে দাফন করার পর কবরের পাশে দাঁড়িয়ে আযান দেয়। এটা কি ঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
এটা বেদআত এবং কুসংস্কার। কেননা রাসূল (সা.) বা সাহাবা-তাবেয়িন থেকে এমন কোন নিয়ম প্রমাণিত নেই। হাদিস শরিফে এসেছে-
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ
আয়েশা (রা.) বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন: আমাদের এই দ্বীনের মাঝে যদি কেউ এমন কিছু প্রবেশ করায়, যা তার মাঝে নেই, তাহলে তা প্রত্যাখ্যাত হবে। [সহিহ বুখারি, হাদিস: ২৬৯৭]
সুতরাং এই প্রথা দূর করা আবশ্যক।
রদ্দুল মুহতার ২/২৩৫, আল মিনহাজুল ওয়াজেহ ২২৪-২৩০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6819/article-details.html