প্রশ্ন
আমি নামাজে দাঁড়ালে অনিচ্ছাকৃতভাবে আজেবাজে চিন্তা-ভাবনা চলে আসে। জানতে চাই, এরূপ চিন্তাভাবনা আসার কারণে আমার নামাজের কোন সমস্যা হবে কিনা?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাজ পড়তে হয় খুশু-খুযুর সাথে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা প্রকৃত মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলেন-
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ
‘সে সব মুমিনরা সফল হয়েছে, যারা তাদের নামাজে খুশু-খুযু অবলম্বন করে থাকে।’ [সূরা মুমিনুন, আয়াত: ১-২]
সুতরাং নামাজের মধ্যে অবশ্যই খুশু-খুযু রক্ষা করতে হবে। যদি আজেবাজে চিন্তা চলেও আসে তবুও নামাজে মনোযোগী হওয়ার জন্য এবং খুশু-খুযুর সাথে নামাজ আদায় করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে।
রুহুল মাআনী ১০/৩, ইবনে কাসির ৩/৫৫৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6807/article-details.html