প্রশ্ন
আমার খালু মারা যাওয়ার পর তাদের বাড়ির কিছু লোক আমার খালাম্মার নাকফুল খুলতে দেয়নি। এখন জানতে চাই, আমার খালাম্মা কি গুনাহগার হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আপনার খালাম্মাদের বাড়ির ঐ লোকদের এরূপ করা ঠিক হয়নি। কারণ স্ত্রীদের জন্য স্বামী মারা যাওয়ার পর চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
لَا يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلَاثٍ إِلَّا عَلَى زَوْجٍ فَإِنَّهَا تُحِدُّ عَلَيْهِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا
‘যে মহিলা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান রাখে তার জন্য কোন মৃত ব্যক্তির জন্য তিন দিনের বেশি শোক পালন করা বৈধ নয়। তবে স্বামীর মৃত্যুতে চার মাস দশ দিন শোক পালন করবে।’ [সহিহ বুখারি, হাদিস: ১২৮০]
এ সময় সব ধরনের সাজগোজ ও অলংকার পরিহার করা জরুরি। এর বিপরীত করা গুনাহের কাজ।
সূরা বাকারা, আয়াত: ২৩৪, ফাতাওয়া শামী ৩/৫৩০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6805/article-details.html