প্রশ্ন
আমি আমার খালাত ভাইকে ব্যবসা করার জন্য ৫০ হাজার টাকা দিয়েছি। সে ব্যবসা করে আট বছর পর আমাকে ২ লক্ষ টাকা দিবে। জানতে চাই, আমাদের এই চুক্তি কি বৈধ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আপনার এই চুক্তিটি বৈধ নয়। বরং তা সুদ এবং হারাম হবে। আর সুদ যে অকাট্য হারাম তা তো সুস্পষ্ট। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا
‘আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম।’ [সূরা বাকারা, আয়াত: ২৭৫]
আপনি আপনার টাকা গুলো হারাম পন্থায় না লাগিয়ে হালাল পন্থায় লাগাতে পারেন।
রদ্দুল মুহতার ৫/৬৪৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6799/article-details.html