প্রশ্ন
শুনেছি, পুরুষের জন্য রূপার আংটি পরা নিষিদ্ধ। আবার কেউ কেউ বলে, পুরুষের জন্য রূপার আংটি পরতে কোন সমস্যা নেই। এ ব্যাপারে সঠিক সমাধান জানতে চাই।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পুরুষ জন্য রূপার আংটি পরা বৈধ আছে। হাদিস শরিফে এসেছে-
عن أنس بن مالك قال كان لرسول الله صلى الله عليه وسلم خاتم فضة يتختم به في يمينه
‘আনাস ইবনে মালেক (রা.) বলেন: রাসূল (সা.) এর একটি রূপার আংটি ছিল। তিনি তা তার ডান হাতে পরতেন।’ [সুনানে কুবরা, নাসায়ি, হাদিস: ৯৫১৪]
তবে ফুকাহায়ে কিরাম বিভিন্ন হাদিসের সমন্বয় সাধন করে বলেন: পুরুষ রূপার আংটি পরতে চাইলে রূপার পরিমাণ অনূর্ধ্ব এক মিসকাল তথা ছয় আনা ওজনের কম হতে হবে।
ইলাউস সুনান ১৭/৩০৪-৩১০, বাদায়েউস সানায়ে ৪/৩১৪, ফাতহুল কাদীর ৭/৪৫৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6793/article-details.html