প্রশ্ন
আমাদের বাড়ির এক ব্যক্তি রমজান মাসে তার স্ত্রীকে বলল, তুমি যদি কালকে রোজা রাখ তাহলে তুমি তালাক। তার কথা অনুযায়ী স্ত্রী পরের দিন রোজা রাখেনি। এখন মুফতি সাহেবের কাছে জানতে চাই, ঐ মহিলার কি কাফফারা দিতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
এ ধরনের কথা বলা কিছুতেই জায়েয নয়। এটি মারাত্মক গুনাহের কাজ। অতএব তাকে ইস্তিগফার করতে হবে।
আর আপনার ঐ ভাইয়ের স্ত্রী যদি রোজা না রেখে থাক তাহলে তাকে ঐ রোজার কাযা করতে হবে। কাফফারা দিতে হবে না।
উল্লেখ্য হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
فإن أمر بمعصية فلا سمع عليه ولا طاعة
‘যদি কোন নাফরমানির আদিষ্ট হয় তাহলে কোন ধরনের আনুগত্য চলবে না।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১৭০৭]
আদ্দুররুল মুখতার ২/৪০৩, রদ্দুল মুহতার ২/৪০৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6785/article-details.html