প্রশ্ন
জামাতে শামিল হওয়ার আগে কেউ যদি সেজদার আয়াত শুনে, তারপর জামাতে শরিক হয় তাহলে কি তার উপর সেজদা দেওয়া ওয়াজিব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, জামাতে শামিল হওয়ার পূর্বে কেউ যদি ইমাম সাহেবকে সেজদার আয়াত তেলাওয়াত করতে শুনে তাহলে তার উপর সেজদা দেওয়া জরুরি। হাদিস শরিফে এসেছে-
عَنْ عَامِرٍ ، قَالَ : كَانَ أَصْحَابُ عَبْدِ اللهِ إذَا سَمِعُوا السَّجْدَةَ سَجَدُوا ، فِي صَلاَةٍ كَانُوا ، أَوْ غَيْرِهَا
আমের (রহ.) বলেন: আবদুল্লাহর ছাত্রগণ যখন সেজদার আয়াত শুনতেন তখন সেজদা দিতেন। চাই তারা নামাজে থাকুক বা না থাকুক। মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৪৩৪২]
অবশ্য যদি সে শরিক হওয়ার পূর্বে ইমাম সাহেব সেজদা আদায় করে ফেলে এবং ইমাম সাহেবকে সে অন্তত রুকুতে পায় তাহলে তার সেজদা আদায় হয়ে গেছে বলে ধর্তব্য হবে। কারণ এ ক্ষেত্রে ইমাম সাহেবের সাথে রুকুতে শরিক হতে পারায় সে ঐ রাকাত পেয়েছে বলে ধর্তব্য হবে। আর এর কারণে তার সেজদা আদায় হয়ে গেছে বলেও ধর্তব্য হবে।
আলবাহরুর রায়েক ২/১২২, রদ্দুল মুহতার ২/১১০, শরহুল মুনইয়া ৫০১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6783/article-details.html