প্রশ্ন
আমার একটা জমি ব্যতীত অন্য কোন সম্পদ নেই। আমি যদি ঐ জমির অর্ধেক বিক্রি করি তাহলে আমার হজের টাকা হয়ে যায়। জানতে চাচ্ছি, এই অবস্থায় আমার উপর কি হজ ফরজ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আপনার যেহেতু একটা জমি ব্যতীত জীবিকার জন্য অন্য কোনো সম্পদ নেই। তাই উক্ত অবস্থায় আপনার উপর হজ ফরজ নয়। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا
‘মানুষের উপর বাইতুল্লাহর হজ্ব ফরজ, যে সেখানে পৌঁছতে সামর্থ্য রাখে।’ [সূরা আলে ইমরান, আয়াত: ৯৭]
আননুতাফ ফিল ফাতাওয়া ১/১৩১, খানিয়া ১/২৮২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6780/article-details.html