প্রশ্ন
পুরুষরা কি কুসুম রংয়ের কাপড় পরতে পারবে? এ ব্যাপারে কি হাদিসে কোন নিষেধাজ্ঞা আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুসুম রঙের কাপড় পরা পুরুষদের জন্য জায়েজ নেই। পুরুষকে কুসুম রংয়ের কাপড় পরিধান করতে হাদিসে নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে যে, এটা কাফেরদের পোশাক।
عبد الله بن عمرو أخبره أنه رآه رسول الله صلى الله عليه وسلم وعليه ثوبان معصفران فقال هذه ثياب الكفار فلا تلبسها
‘আবদুল্লাহ ইবনু আমর (রা.) বলেন: রাসূল (সা.) তার গায়ে দুটি কুসুম রংয়ের কাপড় দেখতে পেয়ে বললেন: এগুলো কাফেরদের পোশাক। সুতরাং তা পর না।’ [সুনানে নাসায়ি, কুবরা, হাদিস: ৯৬৪৭]
ইলাউস সুনান ১৭/৩৫১-৩৫৮, আদ্দুররুল মুখতার ৬/৩৫৮, ফাতাওয়া কাজীখান ৫/৩৩২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6776/article-details.html