প্রশ্ন
আমি একাকী নামাজ পড়ি। আমার জন্য কি আইয়ামে তাশরীকের দিনগুলোতে তাকবীরে তাকবীর পড়া ওয়াজিব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, তাকবীরে তাশরীক একাকী নামাজ আদায়কারীর জন্যও বলা ওয়াজিব।
عن عمر أنه كان يكبر من صلاة الغداة يوم عرفة إلى صلاة الظهر من آخر أيام التشريق
‘উমর (রা.) আরাফার দিন ফজরের পর থেকে আইয়ামে তাশরীকের শেষ দিন জোহর পর্যন্ত তাকবীর বলতেন।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৫৬৩৫]
আদ্দুররুল মুখতার ২/১৭৯-১৮০, ফাতাওয়া শামী ২/১৭৯-১৮০, আল বাহরুর রায়েক ২/১৬৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6769/article-details.html