প্রশ্ন
আমি হায়েজ অবস্থায় ভুলে ফজরের নামাজ পড়ে ফেলি পরে আমার মনে পড়ে। জানতে চাই, আমি কি গুনাহগার হব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঋতুস্রাব অবস্থায় নামাজ পড়া জায়েয নয়। তবে এ অবস্থায় ভুলে নামাজ পড়ার কারণে আপনার কোন গুনাহ হবে না। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِى عَنْ أُمَّتِى الْخَطَأَ وَالنِّسْيَانَ وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ
‘আল্লাহ তাআলা আমার উম্মত থেকে ভুল, অসতর্কতামূলক ভুল এবং যে কাজে বাধ্য করা হয়েছে সেগুলোর গুনাহ মাফ করে দিয়েছেন।’ [সুনানে কুবরা, বায়হাকি, হাদিস: ১৫৪৯০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6767/article-details.html