প্রশ্ন
আমি তাকবীরে তাশরিক একবার পড়ি। কিন্তু অনেক লোককে তিনবার পড়তে দেখা যায়। জানতে চাই, কোনটি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তাকবীরে তাশরীক একবার বলা সুন্নত। এর চেয়ে বেশি বলা সুন্নতের পরিপন্থী। রাসূল (সা.), সাহাবিগণ, তাবেয়িন ও তাবে- তাবেয়িনগণ একবারই পড়তেন।
শারিক (রহ.) বলেন:
قُلْتُ لأَبِي إِسْحَاقَ : كَيْفَ كَانَ تَكْبِيرُ عَلِيٍّ ، وَعَبْدِ اللهِ ؟ فَقَالَ : كَانَا يَقُولاَنِ : اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ ، وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ
‘আমি আবু ইসহাক (রহ.)কে জিজ্ঞাসা করেছি, আলী এবং আবদুল্লাহ (রা.) কীভাবে তাকবীর দিতেন? তিনি বলেন: তারা বলতেন: আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া লিল্লাহিল হামদ।’ [মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ৫৬৯৯]
তাবয়ীনুল হাকায়েক ১/২২৭, ফাতাওয়া তাতারখানিয়া ২/১০৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6747/article-details.html