প্রশ্ন
আসসালামু আলাইকুম। আমি মো. আমিনুল ইসলাম। আমার পিতা মরহুম মো. ওসমান গনি ১৯৯৪ ইং সনে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, তিন পুত্র, চার কন্যা রেখে যান। আর অন্য কোন ওয়ারিশ নেই। অনুগ্রহ করে আমার পিতার ফারায়েযটা বণ্টন করে দিবেন।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ।
মৃত ব্যক্তির নগদ টাকা, অলংকার, ছোট-বড় স্থাবর-অস্থাবর সকল পরিত্যক্ত সম্পত্তি থেকে প্রথমে তার কাফন-দাফনের ব্যবস্থা করবে। (যে ক্ষেত্রে তা প্রযোজ্য হয়।)
অতপর অনাদায়ী ঋণ থাকলে তা আদায় করবে। স্ত্রীর মোহর জিম্মায় বাকি থাকলে সেটাও ঋণ হিসেবে গণ্য হবে। এবং তা আদায় করবে।
এরপর মৃত ব্যক্তির ওয়ারিশ নয় এমন কারো জন্য কোন বৈধ ওসিয়ত থাকলে তা অবশিষ্ট সম্পদের এক-তৃতীয়াংশ থেকে কার্যকর করবে। অতঃপর অবশিষ্ট সম্পত্তি নিম্মোক্ত হার অনুযায়ী প্রশ্নোক্ত ওয়ারিশদের মাঝে বন্টন করবে।
স্ত্রী ১২.৫০%
ছেলে ১৭.৫০%
ছেলে ১৭.৫০%
ছেলে ১৭.৫০%
মেয়ে ৮.৭৫%
মেয়ে ৮.৭৫%
মেয়ে ৮.৭৫%
মেয়ে ৮.৭৫%
সূরা নিসা, আয়াত: ১২, ফাতাওয়ায়ে সিরাজীইয়াহ ৫৭৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6679/article-details.html