প্রশ্ন
আমি একজন নওমুসলিম। আমার বয়স ৩০ বছর। আমার জন্য কি খতনা করা জরুরি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, সম্ভব হলে নও মুসলিমের জন্য খতনা করা জরুরি। কারণ খতনা ইসলামের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
عَنْ أَبِي هُرَيْرَةَ رِوَايَةً الْفِطْرَةُ خَمْسٌ أَوْ خَمْسٌ مِنْ الْفِطْرَةِ الْخِتَانُ وَالِاسْتِحْدَادُ وَنَتْفُ الْإِبْطِ وَتَقْلِيمُ الْأَظْفَارِ وَقَصُّ الشَّارِبِ
‘৫টি বিষয় স্বভাবের অন্তর্ভুক্ত। এর মধ্যে একটি হল খতনা করা।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৮৮৯]
আর এক্ষেত্রে প্রয়োজন পরিমাণ সতর খোলার অবকাশ রয়েছে।
আত তামহীদ ৮/৩৯৬, ফাতহুল কাদির ৬/৪৯১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6665/article-details.html