প্রশ্ন
আমি এক মসজিদের মুআজ্জিন। গত রমজানে আমাদের মসজিদের হাফেজ সাহেবকে কুরআন মাজিদ তেলোয়াতরত অবস্থায় সালাম দিই। কিন্তু তিনি সালামের উত্তর দেননি। পরবর্তীতে এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কুরআন মাজীদ তেলাওয়াতরত অবস্থায় সালাম দিলে সালামের জওয়াব দেয়া ওয়াজিব নয়। জানতে চাই, তার কথাটি কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, কুরআন মাজিদ তেলাওয়াতকারীকে সালাম দেওয়া উচিৎ নয়। তদ্রূপ ঐ অবস্থায় সালামের জওয়াব দেওয়াও ওয়াজিব নয়।
তাই হাফেয সাহেব ঠিক কাজই করেছেন।
বাদায়েউস সানায়ে ৫/৪৫১, আল বাহরুর রায়েক ২/১৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6661/article-details.html